Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজাতীয় ও অ-উপজাতীয় স্থায়ী বাসিন্দার সনদ পাওয়ার আবেদন প্রক্রিয়ার নমুনা
বিস্তারিত

উপজাতীয় ও অ-উপজাতীয় স্থায়ী বাসিন্দার সনদ পাওয়ার আবেদন প্রক্রিয়ার নমুনা একটি PDF ফাইল সংযুক্তি করা হল।

 

স্থায়ী বাসিন্দা সনদপত্রের প্রক্রিয়া

 

সর্বপ্রথম জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা বরাবর আবেদন করতে হবে। মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার, খাগড়াছড়ি সদর।

 

আবেদনের সাথে যা যা দিতে হবে:

 

১। ছবি- 1 কপি

2। জন্ম সনদ- 1 কপি

3। জাতীয়তা সনদ- 1 কপি

4। হেডম্যান সনদ- 1 কপি

5। বাঙ্গালীদের জন্য জমাবন্দি (উপজাতীয়দের জন্য প্রযোজ্য নয়)।

6। বাঙ্গালীদের রেকর্ডীয় জায়গা না থাকলে হেডম্যান ও মেয়র/চেয়ারম্যানের আলাদা প্রত্যয়ন মূলকপি।

7। আবেদনের সাথে 20/- টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে।

8। শুনানীতে 20/- টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়।

 

দাখিলকৃত কাগজপত্র যাচাই শেষে শুনানীর জন্য আবেদনকারীকে নোটিশ দেয়া হয়। নোটিশের সময়মত এসে ব্যক্তিগত শুনানী দিয়ে যান। শুনানীতে আবেদনের সাথে সংযুক্ত কপিগুলোর মূলকপি সাথে আনতে হয়। শুনানীতে কাগজপত্র সঠিক থাকলে আবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে সুপারিশ সহকারে প্রেরণ করা হয়।

 

উপজাতীয় সনদপত্রের প্রক্রিয়া

 

উপজেলা নির্বাহী অফিসার, খাগড়াছড়ি সদর বরাবর আবেদন করতে হবে।

 

আবেদনের সাথে যা যা দিতে হবে:

 

১। ছবি- 1 কপি

2। জন্ম সনদ- 1 কপি

3। জাতীয়তা সনদ- 1 কপি

4। হেডম্যান সনদ- 1 কপি

5। শিক্ষাগত যোগ্যতার সনদ- 1 কপি

6। আবেদনের সাথে 20/- টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে।

7। শুনানীতে 20/- টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়।

 

দাখিলকৃত কাগজপত্র যাচাই শেষে শুনানীর জন্য আবেদনকারীকে নোটিশ দেয়া হয়। নোটিশের সময়মত এসে ব্যক্তিগত শুনানী দিয়ে যান। শুনানীতে আবেদনের সাথে সংযুক্ত কপিগুলোর মূলকপি সাথে আনতে হয়। শুনানীতে কাগজপত্র সঠিক থাকলে এ অফিস থেকে আবেদনকারীর নামে উপজাতীয় সনদপত্র দেয়া হয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/08/2015
আর্কাইভ তারিখ
31/12/0121