Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা প্রাপ্তির ধাপসমূহ
ক্রমিক সেবার নাম সেবা প্রাপ্তির ধাপ  মন্তব্য 
০১ স্থায়ী বাসিন্দার সনদ  আবেদন পত্র দাখিল-> ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে-> শুনানী গ্রহণের মাধ্যমে-> সঠিক তথ্য পাওয়া গেলে জেলা প্রশাসক বরাবরে আগ্রায়ন করা হয়।  জনি দাস, সাঁট লিপিকার এ অফিস এ সংক্রান্ত কার্যাদি করে থাকেন। মোবাইলঃ ০১৮২৮৮৫৬৯২৯
০২ উত্তরাধিকার সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হবে-> উক্ত অফিস হতে আবেদন পাওয়া গেলে এ অফিসে শুনানী গ্রহণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ক্রমে ডিসি অফিসে প্রতিবেদন প্রেরণ করা হয়ে থাকে।  শিল্পী চাকমা , সি এ কাম ইউডিএ, অত্র অফিস এ সংক্রান্ত কার্যাদি করে থাকেন। মোবাইলঃ ০১৫৫৯১৯৩৯৭৯
০৩ ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থীদের রেশন প্রদান  ডিসি অফিস হতে খাদ্য শস্যর উপ বরাদ্দ আদেশ প্রাপ্তির পর এ অফিস হতে ইউনিয়ন ভিত্তিক গ্রুপ লিডারগণের অনুকূলে খাদ্য শস্যর বিভাজন আদেশ দেওয়া হয় এবং গ্রুপ লিডারদের মাধ্যমে বিতরন করা হয়ে থাকে।  শিল্পী চাকমা , সি এ কাম ইউডিএ, অত্র অফিস এ সংক্রান্ত কার্যাদি করে থাকেন। মোবাইলঃ ০১৫৫৯১৯৩৯৭৯