Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

       খাগড়াছড়ি উপজেলাটি পাহাড় ও সবুজ গাছ-গাছালি অরণ্যে ভরা একটি উপজেলা । এখানে রয়েছে উঁচু নিচু পাহাড়, আকাঁ-বাকাঁ রাস্তা, সেগুন, গর্জন, গামারী, চাপালিশ, করই ইত্যাদি গাছের সমারোহ । প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে এ সদর উপজেলাকে । আকাশ ও পাহাড়ের মিতালী, ছোট ছোট ছড়া, ঝর্ণা, পাহাড়ী পথ খাগড়াছড়িকে করেছে অনন্য । প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্যময়তায় ঘেরা খাগড়াছড়ি উপজেলা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান । প্রকৃতির অনন্য সৌন্দর্য ছড়িয়ে আছে এ উপজেলার আনাচে-কানাচে । এ উপজেলার পাহাড়ীদের বৈচিত্রময় জীবন ধারা ও প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে বিমোহিত করে ।

                       খাগড়াছড়ি সদর উপজেলার উত্তরে পানছড়ি উপজেলা, পূর্বে দীঘিনালা ও রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা, দক্ষিনে মহালছড়ি উপজেলা, ও পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলা । খাগড়াছড়ি সদর উপজেলাটি ২৩.০০"ও ২৩.২১" উত্তর-অক্ষাংশ এবং ৯১.৫৫" ও ৯২.০০" পূর্ব দ্রাঘিমাংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত । খাগড়াছড়ি উপজেলার আকৃতি বর্গক্ষেত্রের মত ।