কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
১। সংস্থাপনঃ অফিসের কর্মকর্তা, কর্মচারীদের ব্যক্তিগত বেতন, ভ্রমন বিল, চিত্তবিনোদন, নৈমিত্তিক ছুটি
ঐচ্ছিক ছুটি, অর্জিত ছুটি, পেনশন, সার্ভিস বহি, এসিআর, বদলী, অফিস আদেশ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়।
২। গোপনীয়ঃ এসিআর, আইনশৃংখলা, পরিবেশ পরিস্থিতি, উপজেলার রাষ্ট্রীয় গোপনীয় বিষয়াদি, যেকোন গোপনীয় জেলা প্রশাসক ও সরকারের নিকট প্রেরণ করা হয়।
৩। হিসাবঃ সংরক্ষিত ও হস্তান্তরিত শাখার বেতন ভাতাদি, রাজস্ব তহবিল, বিভিন্ন অনুদান ইত্যাদির হিসাব সংরক্ষণ করা হয়।
৪। শিক্ষাঃ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা, ও কলেজের পরীক্ষা গ্রহণ, শিক্ষার মান উন্নয়ন, পরিদর্শন ইত্যাদি কার্যক্রম তদারকি করা হয়।
৫। সার্টিফিকেটঃ সরকারি অনাদায়ী অর্থ সার্টিফিকেট মামলার মাধ্যমে আদায়ের করা হয়।
৬। মোবাইল কোর্টঃ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার আইনশৃংখলা রক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
৭। রাজস্বঃ উপজেলা পরিষদের রাজস্বের আয়-ব্যয়ের হিসাব রাখা হয়।
৮। উন্নয়নঃ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অর্থ, টিআর, কাবিখা ইত্যাদি প্রকল্পের ব্যবস্থা নেয়া হয়।
৯। ওয়ারিশঃ মৃত ব্যক্তির ওয়ারিশদের ওয়ারিশন সনদ প্রদানের জন্য সুপারিশ করা হয়।
১০। স্থায়ী বাসিন্দার সনদঃ স্থায়ী বাসিন্দাদের স্থায়ী নাগরিকত্ব সনদ প্রদানের জন্য সুপারিশ করা হয়।
১১। মর্টগেজঃ উপজাতীয়দের জমি বন্ধকীর অনুমতি প্রদান করা হয়।
১২। তদন্তঃ বিভিন্ন অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
১৩। জাতীয় ও আন্তর্জাতিক ঃ জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
১৪। গুচ্ছগ্রামের রেশন বিতরণঃ উপজাতীয় ও অ-উপজাতীয় গুচ্ছগ্রামবাসীদের রেশন বিতরণ ও তদারকি করা হয়।
১৫। জোত পারিমিটঃ মালিকান যাচাই করে গাছের জোত পারমিটের জন্য সুপারিশ করা হয়।
১৬। সার, ডিলারঃ সার ডিলার নিয়োগ ও কৃষকদের মাঝে সার বিতরণের ব্যবস্থা নেয়া হয়।
১৭। ট্রেড লাইসেন্সঃ বিভিন্ন দোকানদারদের ব্যবসায়িক লাইসেন্স প্রদানের সুপারিশ করা হয়।
১৮। করাত কলঃ করাত কল স্থাপন ও লাইসেন্স নবায়নের সুপারিশ করা হয়।
১৯। এনজিওদের প্রত্যয়নঃ এনজিওদের কার্যক্রম সম্পর্কে প্রত্যয়ন দেওয়া হয়।
২০। উপজেলা পরিষদ সভাঃ উপজেলা পরিষদের মাসিক সভার আয়োজন, কার্যবিবরণী তৈরী করা হয়।
২১। প্রকল্প বাস্তবায়নঃ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।
২২। পাবলিক পরীক্ষাঃ পিএসসি, জেএসসি, এস্এসসি,এইচএসসি, ডিগ্রি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভকেশন্যাল, টেক্সটাইল ভোকেশন্যাল ইত্যাদির পরীক্ষা সুষ্ঠভাবে গ্রহণ করা হয়।
২৩। নির্বাচন পরিচালনাঃ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা হয়।
২৪। প্রটোকলঃ রাষ্ট্রীয় অতিথি ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের আগমনের প্রটোকল দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস