Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

 

ক্রমিক

সেবার নাম

সেবার পদ্ধতি

সময়

উপকারভোগী/

১.

ওয়ারিশন সনদ।

আবেদন পত্র প্রাপ্ত হলে কাগজপত্র যাচাই করে জেলা প্রশাসক বরাবর সুপারিশ করা হয়।

৫ দিন

জনগণ

২.

স্থায়ী বাসিন্দার সনদ।

আবেদন পত্র প্রাপ্ত হলে যাচাই বাছাই করে জেলা প্রশাসক বরাবর সুপারিশ করা হয়।

৫ দিন

জনগণ

৩.

জমি বন্ধকী অনুমতি প্রদান।

আবেদন প্রাপ্ত হলে যাচাই বাছাই করে অনুমতি দেয়া হয়।

৫ দিন

জনগণ

৪.

সাটিফিকেট মামলা।

সাটিফিকেট মামলা রুজু করে নোটিশের মাধ্যমে PDR এ্যাক্ট অনুযায়ী অনাদায়ী দাবী আদায় করা হয়।

৩০ দিন

জনগণ

৫.

নামজারী মামলা।

নথি প্রাপ্ত হলে যাচাই বাছাই করে জেলা প্রশাসক বরাবর সুপারিশ করা হয়।  

২ দিন

জনগণ

৬.

সারের ডিলার নিয়োগ।

আবেদন প্রাপ্ত হলে উপজেলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে জেলা কমিটির নিকট সুপারিশ করা হয়

৭ দিন

জনগণ

৭.

জোত পারমিট।

আবেদন প্রাপ্ত হলে সরজমিনে যাচাই করে পারমিট প্রদানের সুপারিশ করা হয়।

৭ দিন

জনগণ

৮.

রাবার বাজারজাত করণ।

৭ দিন

জনগণ

৯.

নিকাহ্ ও তালাক রেজিস্টার্

আবেদন প্রাপ্ত হলে উপজেলা কমিটির সিদ্ধান্তমতে আইন মন্ত্রণালয় বরাবর সুপারিশ করা হয়।

৭ দিন

জনগণ

১০

ভেন্ডার নিয়োগ।

আবেদন প্রাপ্ত হলে সরজমিনে তদন্ত করে জেলা প্রশাসক   বরাবর লাইসেন্স প্রদানের সুপারিশ করা হয়।

৫ দিন

জনগণ

১১.

করাত কল স্থাপন।

আবেদন প্রাপ্ত হলে বনবিভাগ সরজমিনে তদন্ত করে উপজেলা কমিটির সভায় অনুমোদন নিয়ে জেলা কমিটিতে প্রেরণ করা হয়

১০ দিন

জনগণ

১২.

ট্রেড লাইসেন্স।

আবেদন প্রাপ্ত হলে যাচাই করে জেলা প্রশাসক বরাবর  লাইসেন্স প্রদানের সুপারিশ করা হয়।

৭ দিন

জনগণ

১৩.

ধর্মীয় অনুদান।

বরাদ্দ প্রাপ্তির পর যাচাই করে ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি বরাবর চেকের মাধ্যমে প্রদান করা হয়।  

৭ দিন

জনগণ

১৪.

মোবাইল কোর্ট।

ভ্রাম্যমানভাবে দোকানপাট, হাট বাজার ও রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সপ্তাহে ১ দিন

জনগণ

১৫.

এন জি ও দের প্রত্যয়ন।

এনজিওদের কার্যক্রম সম্পর্কে যাচাই করে প্রত্যয়ন পত্র দেয়া হয়।

৫ দিন

জনগণ

১৬.

অ-উপজাতীয় গুচ্ছগ্রামবাসীর মধ্যে রেশন বিতরন।

 জেলা প্রশাসক থেকে বরাদ্দ পেলে গুচ্ছগ্রামের চেয়ারম্যান বরাবর ডিও দেওয়া হয়।

২ দিন

জনগণ

১৭.

ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থীদের রেশন বিতরন।

 জেলা প্রশাসক থেকে বরাদ্দ পেলে গুচ্ছগ্রামের চেয়ারম্যান বরাবর ডিও দেওয়া হয়।

২ দিন

জনগণ

১৮.

জনসংহতি সমিতির সদস্যদের রেশন বিতরন।

 জেলা প্রশাসক থেকে বরাদ্দ পেলে গুচ্ছগ্রামের চেয়ারম্যান বরাবর ডিও দেওয়া হয়।

২ দিন

জনগণ

১৯.

জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন

আলোচনা, র‌্যালি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে পালন করা হয়।

১ দিন

জনগণ

২০.

প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন

সরকার থেকে টিআর, কাবিখা, এডিপি ইত্যাদির বরাদ্দ পেলে ইউনিয়ন থেকে প্রকল্প নেয়া হয়। উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়।

১৫ দিন

জনগণ

২১.

নির্বাচন পরিচালনা

নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জাতীয় নির্বাচন পরিচালনা করা হয়।

কমিশনের সময়সীমা অনুযায়ী

জনগণ

২২.

পাবলিক পরীক্ষা গ্রহণ

সমাপনী, এস.এস.সি., এইচ.এস.সি, বাউবি ইত্যাদি পাবলিক পরীক্ষা নিরাপত্তা ও গোপনীয়তার সাথে নেয়া হয়।

বোর্ডের সময়সীমার মধ্যে

ছাত্র-ছাত্রী

২৩.

আবাসন প্রকল্প

উপযুক্ত খাস জমিতে ভূমিহীনদের জন্য  আবাসন প্রকল্প গড়ে তোলা হয়।

সরকারী বরাদ্দ ও সময়সীমা

ভূমিহীন পরিবার

২৪.

প্রটোকল

রাষ্ট্রীয় অতিথি ও সরকারের উচ্চপদস্ত কর্মকর্তাদের প্রটোকল দেওয়া হয়।  

অবস্থানকালীন

অতিথি/কর্মকর্তাবৃন্দ

২৫.

উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণের সম্মানী ভাতা প্রদান

মাস শেষে সম্মানী ভাতা চেকের মাধ্যমে প্রদান করা হয়।

২ দিন

 চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন

২৬.

ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের সম্মানী ভাতা প্রদান।

সরকারী অংশ জেলা প্রশাসক অফিস থেকে প্রাপ্ত হলে চেকের মাধ্যমে প্রদান করা হয়।

৫ দিন

ইউপি চেয়ারম্যান, সদস্যগণ

২৭.

ইউপি সচিব ও গ্রাম পুলিশদের সম্মানী ভাতা প্রদান

উপজেলার অংশ ও সরকারি অংশ প্রাপ্ত হলে চেকের মাধ্যমে প্রদান করা হয়।

৭ দিন

গ্রাম পুলিশ ও সচিবগণ

২৮.

কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান

 হেডম্যানের প্রতিবেদন ও উপজেলার কমিটির অনুমোদন স্বাপেক্ষে জেলা প্রশাসকের নিকট সুপারিশ করা হয়।

৩০ দিন

ভূমিহীন পরিবার

২৯.

অকৃষি  খাস জমি বন্দোবস্ত প্রদান

সহঃ কমিশনার(ভূমি) ও হেডম্যানের প্রতিবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয় বরাবর সুপারিশ করা হয়।

৩০ দিন

আবেদনকারী

৩০.

অভিযোগের তদন্ত।

সরজমিনে তদন্ত করে প্রতিবেদন/ব্যবস্থা নেওয়া হয়

৭ দিন

আবেদনকারী

৩১.

পরিদর্শন।

সরজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া হয়।

৭ দিন

জনগণ

৩২.

উপজেলা পরিষদের সভা।

নোটিশ দিয়ে নির্দিষ্ট তারিখে সভা ডাকা হয়।

৭ দিন

জনগণ

৩৩.

মৃত বীর মুক্তিযোদ্ধাদের দাফন।

রাষ্ট্রীয় মর্যাদায় মৃত বীর মুক্তিযোদ্ধাদের দাফন করা হয়।

১ দিন

বীর মুক্তিযোদ্ধা

৩৪.

প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন কাফনের খরচ প্রদান।

সরকার থেকে দাফন কার্যের খরচ প্রদান করা হয়। 

৭ দিন

মুক্তিযোদ্ধার পরিবার

৩৫.

ভিজিএফ/ভিজিডি বিতরণ।

বরাদ্দ প্রাপ্ত হলে তালিকা ভুক্ত হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

৭ দিন

জনগণ

৩৬.

গ্রাম পুলিশ নিয়োগ।

ইউপি চেয়ারম্যানদের সুপারিশের প্রেক্ষিতে নিয়োগ করা হয়।

৭ দিন

ইউনিয়ন বাসী

৩৭.

বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রদান।

অধিনস্ত কর্মকর্তা, কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন দেওয়া হয়।

৭ দিন

কর্মকর্তা, কর্মচারী

৩৮.

উচ্ছেদ কার্যক্রম।

নোটিশ প্রদানের মাধ্যমে সময় দিয়ে উচ্ছেদ করা হয়।

১৫ দিন

জনগণ

৩৯.

ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের পদত্যাগ/অপসারণ।

পদত্যাগপত্র প্রাপ্ত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

৭ দিন

জনগণ